অথ ভ্রম-ন-কাহিনী - পর্ব ৫
নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে ---------------------------------- বাসটা সামনে দিয়ে দুলে দুলে বেরিয়ে যাচ্ছিল, আর আমি দাঁড়িয়ে ছিলাম পাশে। মাথার মধ্যে যেন চিন্তাগুলো জলপোকার মত ছোটাছুটি করছিল। হোটেল থেকে বেরিয়েছি সেই সকালে, হোটেলওয়ালা জানে রাতে ফিরবো, এখন না ফিরলে যদি ঘরে ঢুকে টাকাগুলো মেরে দেয়। যদি পাওয়া যাচ্ছে না বলে পুলিশে খবর দেয়। যদি খবরের কাগজে বিজ্ঞাপন দেয়! বাড়িতে যদি খবর পৌঁছে যায় - মা তো হার্টফেল করে মরেই যাবে। অন্যদিকে বিশু বাসে উঠে গেছে, ওর কাছে টাকা নেই, মানে মাঝ পথে নামিয়ে দেবে, ফিরবে কি করে জানা নেই। ব্যাটা যা গোঁয়ার জোর করে না নামিয়ে দিলে নামবে না। আর এই বাস তো ইলামবাজারের পরে আর যাবে না। ওর কাছে ঠিকানাও নেই। করবেটা কি ওখানে গিয়ে! যদি কোন রকমে গিয়েও পৌঁছায়, মামা তো ওকে চেনেও না, যদি ঢুকতে না দেয়! বেঘোরে মারা পড়বে তো শেষে। কথাগুলো পড়তে যত সময় লাগল, তার দশ ভাগের এক ভাগ সময়ে এইসব চিন্তা আমার মাথায় খেলে গেল। শেষমেশ যা থাকে কপালে, এক যাত্রায় পৃথক ফল হয় কেন, ভেবে বাসে উঠে পড়লুম। বিশু ডানদিকের একটা জানলা ঘেষে বসেছিল, আমাকে দেখে জায়গা ছেড়ে দিয়ে আমাকে জানলার পাশে বসতে দিল, এ...